২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:০১
সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র উদ্যোগে টিউশন ফি ও বই উপহার এসএসসি পরীক্ষায় আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের সাফল্য এক যুগে পদার্পণ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যায় ও কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে – মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন অনুষ্ঠিত ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগরীর নতুন কমিটি অনুমোদন ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ নিয়ে জটিলতার সৃষ্টি

সিলেটে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর আয়োজনে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সিলেটে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নগরীর ধোপাদিঘীরপারস্হ খামারবাড়ীতে ডিএই সিলেটের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে সভায় চলতি বোরো মৌসুমে রোগ ও পোকামাকড় থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং মাটি স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ, জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয় । দেশের সিংহভাগ ধান উৎপাদন হয় সিলেট অঞ্চলে, তাই আগামী ৩ মাস মাঠ পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীদের আন্তরিকতা ও সবধানতা অবলম্বন করার পরামর্শ প্রদান করা হয়।

সভায় অনাবাদি পতিত জমিতে গম, ভুট্টা, তিল, মুগ ও গ্রীষ্মকালীন সবজির উচ্চফলনশীল জাতের চাষ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাসায়নিক সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত মনিটরিং বাড়ানো এবং সময়পযোগী কৃষি বিষয়ক লিফলেট ও ফোল্ডার সরবরাহের মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তাবায়ন সর্ম্পকে অবহিত করা করেন-হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামন।

খরিপ-১ মৌসুমের প্রধান প্রধান ফসলের জাতভিত্তিক বীজের চাহিদা, বীজ প্রাপ্তির উৎস, কৃষকের নিকট বীজ মজুত, দন্ডায়মান মাঠ ফসলে করণীয়সহ বিভাগীয় কার্যক্রম ও কর্ম-পরিকল্পনা বিষয়ক আলোচনা করেন- মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সামছুদ্দিন আহমেদ; সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ; সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান। পবর্তীতে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চলমান বিভাগীয় কার্যক্রমসহ এই মৌসুমের কর্ম-পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর / সংস্থা ডিএই, এসসিএ, এআইএস, বারি, বিনা বিএডিসি (সার ও বীজ, সেচ), এসআরডিআই, বিআরআরআই, বিএসআরআই এর কর্মকর্তাবৃন্দ এবং কৃষি পন্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও অগ্রসরমান কৃষকগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo