বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জজকোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট ইয়াসীন খান বলেন, রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। আল্লাহর এই জামিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান তিনি।
গত সোমবার (১৭ মার্চ ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৬ ও ৯ ওয়ার্ড আয়োজিত যুক্তরাজ্য প্রবাসী দিলওয়ার খানের সৌজন্যে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।