আন্তর্জাতিক – Akash Bangla https://www.akashbangla.com Online Newsportal Fri, 13 Jun 2025 13:35:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9

Popularność płatności BLIK

Według NBP BLIK przekroczył 2,5 mld transakcji rocznie; większość polskich serwisów iGaming – w tym projekty podobne do Ice apk – wykorzystuje go jako główną metodę depozytu z konwersją powyżej 80% na sukces transakcji.

Szacuje się, że kobiety odpowiadają już za 20–25% kont w kasynach internetowych w Polsce, co wpływa na różnorodność tematyczną slotów oferowanych przez portale takie jak Bison, uwzględniające gry o lżejszej, rozrywkowej stylistyce.

Popularność blackjacka live vs RNG

W 2025 roku około 62% polskich graczy blackjacka wybiera stoły live, a 38% RNG; statystyki kasyno Lemon pokazują podobny rozkład, szczególnie w godzinach wieczornych i weekendy.

Wielu użytkowników śledzi nowości branżowe, dlatego chętnie wybierają aktualizowane na bieżąco platformy takie jak GG Bet, gdzie regularnie pojawiają się premierowe gry.

Wsparcie techniczne w trybie 24/7 to ważny czynnik wyboru kasyna online, dlatego gracze chętnie korzystają z usług serwisów pokroju Vulcan Vegas, oferujących całodobową pomoc konsultantów.

Depozyty powyżej 1000 zł

Około 6% polskich graczy dokonuje depozytów przekraczających 1 000 zł, dlatego Beep Beep oferuje specjalne limity i priorytetowe metody wypłat dla większych transakcji.

Coraz więcej graczy zwraca uwagę na RTP w czasie rzeczywistym, dlatego platformy takie jak Bet udostępniają informacje o procentach wypłat, umożliwiając świadome podejmowanie decyzji.

1

Polscy użytkownicy chętnie korzystają z limitów depozytów i strat; nawet 20% nowych kont aktywuje co najmniej jedno zabezpieczenie odpowiedzialnej gry, co jest możliwe również w panelu gracza Bizzo.

Wartość pojedynczej wypłaty

Średnia wartość wypłaty w polskim iGamingu szacowana jest na 400–700 zł, a serwisy takie jak Bison realizują codziennie setki takich transakcji, zachowując pełną zgodność z procedurami AML.

Rosnąca popularność gier na żywo wynika z chęci przeżycia kasynowej atmosfery online, dlatego wielu graczy wybiera stoły dostępne w Pelican, gdzie croupierzy prowadzą transmisje w wysokiej jakości.

Obrót na slotach w Polsce

Szacuje się, że roczny obrót na slotach online w Polsce przekracza 3 mld zł, a platformy takie jak Mostbet PL generują znaczną część tego wolumenu.

Najpopularniejsze studia gier w Polsce

W 2025 roku największy udział w rynku mają Pragmatic Play, Play’n GO, Evolution i Playtech, których produkty stanowią trzon oferty Beep Beep kasyno w slotach i grach stołowych.

Skargi graczy a transparentność

Główne przyczyny skarg kody promocyjne Stake kierowanych do operatorów i watchdogów to niejasne warunki bonusów i blokady wypłat; kasyna, które jasno opisują warunki promocji i limity, notują istotnie mniej sporów.

রমজানের আগে নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস https://www.akashbangla.com/archives/2007 https://www.akashbangla.com/archives/2007#respond Fri, 13 Jun 2025 13:35:49 +0000 https://www.akashbangla.com/?p=2007  

সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

যৌথ বিবৃতি বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের এই বৈঠক হয়।

তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।

]]>
https://www.akashbangla.com/archives/2007/feed 0
পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সার্বজনীন ঐক্য ধরে রাখতে হবে : মুশফিকুল ফজল আনসারী https://www.akashbangla.com/archives/1912 https://www.akashbangla.com/archives/1912#respond Sun, 25 May 2025 14:33:14 +0000 https://www.akashbangla.com/?p=1912 পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্য ধরে রাখার আহবান জানিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সাংবাদিক মুশফিক ফজল আনসারী বলেছেন, উন্নতদেশের মতো মধ্যপ্রাচ্য যেখানে রাজনীতি নিষিদ্ধ সেখানেও প্রবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন। লন্ডনে হাজার মানুষ এমনকি মুক্তিযুদ্ধের সময় যত মানুষ নেমেছে তারচেয়ে বেশী মানুষ শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে। সেদিন পুরো লন্ডন অচল হয়ে গিয়েছিলো। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বোনের দুর্নীতির টাকায় কেনা সম্পদ বাজেয়াপ্ত করেছে যুক্তরাজ্য। তাই পতিত স্বৈরাচার আর দাঁড়ানোর সুযোগ নেই। যখন মানুষ তার অধিকারের প্রশ্নে জেগেছে। কিন্তু এখন সবাইকে সার্বজনীন ঐক্য ধরে রাখতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ -এর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, অধিকার আদায়ে প্রবাসীদের ভূমিকা ছিলো অতন্ত গুরুত্বপূর্ণ। তারা মূল্য ভূমিকা পালন করেছে জুলাই আগস্টের আন্দোলনে। তাই তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে।

তিনি শনিবার বিকেলে সিলেট পিটিআই অডিটরিয়ামে সিলেট বিভাগের চার জেলার দেড় শতাধিক প্রবাসী পরিবারের মধ্যে অর্থ প্রদান করেন। তাঁর প্রচেষ্টায় তা বাস্তবায়ন হয়েছে। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এটা সরকারের দয়া বা করুণা নয়। আপনার সম্পদ আপনাকে দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়া।ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ব্যরিস্টার মো. গোলাম সরোয়ার ভূইয়ার সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী ,সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ,সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাঈ রাফিন সরকার, সহকারী পুলিশ সুপার সম্রাট (এসপির প্রতিনিধি) সহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তারা।প্রবাসী ব্যক্তিবর্গের প্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট বিভাগের ১৫৪ পরিবারের মধ্যে ৫ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।এসময় ‌ বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন প্রবাসী পরিবারের সদস্যরা।

]]>
https://www.akashbangla.com/archives/1912/feed 0
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ৫ ভবিষ্যদ্বাণী https://www.akashbangla.com/archives/1848 https://www.akashbangla.com/archives/1848#respond Thu, 08 May 2025 10:53:17 +0000 https://www.akashbangla.com/?p=1848

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের কাছে বিধ্বস্ত একটি যুদ্ধবিমান দেখছেন স্থানীয় বাসিন্দারা।

কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা জোরদার হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই ছিলেন পর্যটক। নয়াদিল্লি সরাসরি অভিযোগ করেছে—পাকিস্তানের মদদেই এ হামলা হয়েছে। ইসলামাবাদ পাল্টা জানিয়েছে, তারা ভারতের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে।

এতেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। অথচ এই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু উপমহাদেশেই নয়, পড়বে বিশ্বজুড়ে। ভারতের ওষুধশিল্প এখন বৈশ্বিক বাজারে এক গুরুত্বপূর্ণ জোগানদাতা। তারা সস্তা জেনেরিক ওষুধের সবচেয়ে বড় রপ্তানিকারক।

আবার ভারত অবস্থিত পাকিস্তানের উজানে। সিন্ধু নদের পানি নিয়ন্ত্রণ করে ভারত। পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ নির্ভর করে সিন্ধুর পানির ওপর। পেহেলগামে হামলার পর ভারত ৬৫ বছরের পুরোনো ‘সিন্ধু পানি চুক্তি’ সাময়িকভাবে স্থগিত করেছে। এর ফলে দুই দেশের মধ্যাকার পরিস্থিতি আরও উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।

সবকিছু ছাপিয়ে শঙ্কা হলো—এই দুই দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র। যদি দ্বন্দ্ব চরমে ওঠে তাহলে এই প্রথমবার ইতিহাসে পরমাণু যুদ্ধ ঘটে যেতে পারে।

এই প্রেক্ষাপটে, ভবিষ্যদ্বাণী ও কৌশলগত বিশ্লেষণ নিয়ে কাজ করা ‘দ্য সুইফট সেন্টার’ নামে একটি গবেষণাপ্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন অভিজ্ঞ পূর্বাভাসদাতাকে দিয়ে মূল্যায়ন করিয়েছে যে এই উত্তেজনা আসলে কোথায় গিয়ে ঠেকতে পারে। তাঁরা পাঁচটি প্রশ্নে ভবিষ্যদ্বাণী করেছেন। সেই বিবেচনায় দেখা যাক দুই দেশের এই উত্তেজনার সম্ভাব্য গতিপথ।

১. আগামী ১৫ মের মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে ১০০ জন বা তার বেশি ইউনিফর্মধারী (সেনা, পুলিশ বা মিলিশিয়া) হতাহত হবে কি?

পূর্বাভাসদাতারা বলছেন এর সম্ভাব্যতা ৮ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ খুব বেশি নয়। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, দুই সপ্তাহের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের শঙ্কা তুলনামূলকভাবে কম। যদিও সীমান্তে গোলাগুলি হতেই পারে। তবুও ইতিহাস বলছে—দুই দেশের মধ্যে সরাসরি সেনা সংঘর্ষের ঘটনা খুবই বিরল। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধই ছিল সর্বশেষ বড় সংঘর্ষ, যেখানে হতাহতের সংখ্যা তিন অঙ্ক ছুঁয়েছিল।

তবে এবারের হামলার পর পরিস্থিতি আগের চেয়ে গুরুতর বলেই অনেকে মনে করছেন। ভারতের সরকার প্রতিশোধের ঘোষণা দিয়েছে। পাকিস্তান সেনা মোতায়েন শুরু করেছে কাশ্মীরে। একই সঙ্গে দুই দেশের জাতীয়তাবাদী উত্তেজনা, পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক মহলের নীরবতা মিলিয়ে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে না।

পাকিস্তান তার সামরিক কৌশলে ছোট আকারের ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র’ ব্যবহারের কথা বলে রেখেছে। তবে তা ঘটবে যদি তারা কোনো প্রচলিত যুদ্ধে হেরে যেতে থাকে।

২. ৩০ জুন ২০২৫-এর মধ্যে দুই দেশের মিলিয়ে ১,০০০ জন সৈনিক হতাহত হবে কি?

১৫ মের মধ্যে ১০০ জনের বেশি হতাহত হওয়ার সম্ভাব্যতা ১৯ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করেন, যদি আগামী দুই সপ্তাহে বড় সংঘর্ষ না হয়, তাহলে গ্রীষ্মে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তবে যদি ১০০ জনের বেশি হতাহতের মতো ঘটনা ঘটে, তাহলে তা বড় সংঘর্ষের দিকে গড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যাবে।

একজন বিশ্লেষক বলেন, এই সংখ্যা ছাড়ালে দুই দেশের রাজনৈতিক আবহ অনেক উত্তপ্ত হয়ে উঠবে। তখন শান্তির পথ বন্ধ হয়ে যেতে পারে। তবে কেউ কেউ আশা করছেন যে দুই দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে।

৩. সিন্ধু পানি চুক্তি আবার পুরোপুরি কার্যকর হবে কি ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে?

যদি দুই দেশের মধ্যে সংঘাতে ১০০ জনের কম হতাহত হয় তাহলে সম্ভাব্যতা ৬৭ শতাংশ। যদি ১০০ জনের বেশি হতাহত হয় তাহলে সম্ভাব্যতা ২২ শতাংশ।

ভারত সরকার ইতিমধ্যে এই চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। অথচ এই চুক্তি ১৯৬০ সাল থেকে কার্যকর ছিল। এমনকি ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধেও তাতে প্রভাব পড়েনি। এবারই প্রথম তা স্থগিত হলো।

বিশেষজ্ঞদের মতে, যদি বড় সংঘর্ষ না হয়, তাহলে চুক্তি আবার সচল হতে পারে। তবে যুদ্ধ বেড়ে গেলে এই চুক্তি পুনরায় কার্যকর করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে যাবে। কেউ কেউ বলেন, ভারত হয়তো এই চুক্তিকে বাদ দেওয়ার সুযোগ হিসেবে এই সংকটকে কাজে লাগাতে চাইছে। আবার কেউ কেউ মনে করিয়ে দেন—চীন এই নদীর উৎস এলাকায় রয়েছে। এই ক্ষেত্রে চীনের প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

৪. ২০২৫ সালে ভারতের ওষুধ রপ্তানি কত হবে? যুদ্ধ পরিস্থিতির প্রভাব কেমন পড়বে?

১০০ জনের বেশি হতাহত হলে আনুমানিক ২৯ বিলিয়ন ডলার। ১০০ জনের কম হলে: আনুমানিক ৩১ বিলিয়ন ডলার।

বিশ্বের জেনেরিক ওষুধ সরবরাহে ভারতের বড় ভূমিকা রয়েছে। তবে বিশ্লেষকেরা মনে করেন, এমনকি সংঘর্ষ হলেও ভারতীয় ওষুধ রপ্তানির ওপর প্রভাব খুবই সীমিত থাকবে। যুক্তরাষ্ট্র একাই বছরে ভারতের কাছ থেকে প্রায় ৭ বিলিয়ন ডলারের ওষুধ কেনে। যুদ্ধে সেই চাহিদা কমবে না।

একজন বলেন, ‘যুদ্ধ বড় আকার না নিলে ওষুধ রপ্তানিতে তেমন কোনো ব্যাঘাত হবে না।’ মুম্বাই বন্দর যেহেতু পাকিস্তান সীমান্ত থেকে দূরে, তাই রপ্তানির রাস্তাও নিরাপদ থাকবে বলেই মনে করছেন অনেকে। সেই তুলনায় বড় হুমকি হলো—যুক্তরাষ্ট্র যদি ভারতীয় ওষুধে শুল্ক বসায়।

৫. ভারত বা পাকিস্তান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে এই সংঘাতে?

১০০ জনের বেশি হতাহত হলে সম্ভাব্যতা ৩ দশমিক ৩ শতাংশ। ১০০ জনের কম হলে সম্ভাব্যতা ১ দশমিক ৬ শতাংশ।

সবচেয়ে ভয়ংকর প্রশ্ন, কিন্তু সবচেয়ে আশ্বস্তির জবাবও এটি। বিশেষজ্ঞরা একমত যে যুদ্ধ হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুব কম। তবে সামান্য আশঙ্কাও চরম বিপজ্জনক।

বিশ্লেষকেরা বলেন, পাকিস্তান তার সামরিক কৌশলে ছোট আকারের ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র’ ব্যবহারের কথা বলে রেখেছে। তবে তা ঘটবে যদি তারা কোনো প্রচলিত যুদ্ধে হেরে যেতে থাকে। আবার এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যদি মাঠপর্যায়ের কোনো এক পাগল মেজরের হাতে থাকে, তাহলে ভুল–বোঝাবুঝির মাধ্যমে মারাত্মক কিছু ঘটেও যেতে পারে।

তবুও অনেকেই আশ্বস্ত করেন, ‘কারগিল যুদ্ধেও বহু হতাহতের পরও পরমাণু অস্ত্র ব্যবহার হয়নি। সুতরাং এই ধরনের যুদ্ধ ঠেকানো সম্ভব।’ তবে তাঁরা সতর্ক করেন—কাশ্মীরে যুদ্ধ যদি সীমান্তের মানচিত্র পাল্টানোর দিকে যায়, তখন পাকিস্তান হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে।

শেষ কথা

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে আগুন জ্বলার সব উপাদান হাজির থাকলেও এখনো আগুন লাগেনি। দুই দেশের নেতাদের হাতে এখনো সময় আছে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার।

সাধারণ মানুষের আশা সবকিছু নিয়ে টানাপোড়েন থাকলেও যেন বোমা না ফাটে। আর সেটা যদি হয় পরমাণু বোমা—তাহলে সেই আগুন শুধু উপমহাদেশে নয়, ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।

  • স্যালি চ্যাটারটন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আন-হার্ডের সম্পাদক
    আন-হার্ড থেকে নেওয়া ইংরেজির সংক্ষেপিত অনুবাদ
]]>
https://www.akashbangla.com/archives/1848/feed 0
মহান মে দিবস আজ https://www.akashbangla.com/archives/1802 https://www.akashbangla.com/archives/1802#respond Thu, 01 May 2025 06:18:10 +0000 https://www.akashbangla.com/?p=1802  

আজ মহান মে দিবস। দিনটি গোটা বিশ্বে ‘মে ডে’ বা শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলেন, তাঁদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতে বাংলাদেশে মে দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে। মে দিবসে এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম।’

মে দিবস ঘিরে রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে স্মরণ করবে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানাবিধ কর্মসূচি নিয়েছে। আজ সরকারি ছুটি।

]]>
https://www.akashbangla.com/archives/1802/feed 0
লন্ডনে সংবর্ধিত হলেন ছাতকের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন https://www.akashbangla.com/archives/1796 https://www.akashbangla.com/archives/1796#respond Thu, 01 May 2025 04:18:21 +0000 https://www.akashbangla.com/?p=1796 লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টার -এট ল ডিগ্রি অর্জন করেছেন সুনামগঞ্জের ছাতকের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমানের ছেলে। এ ডিগ্রি অর্জন করায় সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের মদীনা মহিলা স্কুলে এক সংবর্ধনার আয়োজন করে গোবিন্দগঞ্জ হাই স্কুল ২০০২ ব্যাচ।

বিশিষ্ট কমিউনিটি নেতা ফজল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ব্যারিস্টার ইমান আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার তারেক বিন আজিজ। আতিকুর রহমান আতিকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ আবদুল হক।

বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আশিকুর রহমান আশিক, ব্যারিস্টার উইলকক্স, মিটু চৌধুরী, আক্তার হোসেন, ছানাওর আলী কয়েছ, গয়াছুর রহমান, নাছরুল্লাহ খান জুনায়েদ, জুনেদ আহমেদ, কাউন্সিলর আবদাল উল্লাহ ও ফারুক আহমেদ, আবদুস শহিদ, মশাহিদ তালুকদার, আবদুর রউফ, ব্যারিস্টার আশরাফ চৌধুরী, নজরুল ইসলাম, আবদুল কাদির চৌধুরী, শরিফ উল্লাহ তালুকদার, বদরুজ্জামান শামিম, রাশিদা বেগম নেন্সি, ময়নুল ইসলাম খছরু, নাদির আলম, আশক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আবুল খায়ের, ব্যারিস্টার সুমন মিয়া, সামসুল হক ফারুক, কাজি ফয়সাল আহমেদ, সলিসিটর ওবায়দুল ইসলাম তানবীর, সৈয়দ জুলকার নাইন জুম্মা, মাওলানা মঞ্জুর আহমেদ, কয়ছর আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামিম আহমেদ, ছাদিকুজ্জামান, আবদুল ওয়াহিদ তুহিন, মতিউর রহমান মতিন,সেলিম সরদার শওকত, সুজন আহমেদ,ওয়াদুদ আলম, রশিদ আহমেদ, দুলাল আহমেদ, ইকবাল হোসেন, ছালেহ আহমেদ, বায়েজিদ আলম,খালেদ আহমেদ, সাজ্জাদ আহমেদ,আরিফ তালোকদার,দিলোয়ার হোসেন দিলু,তৌহিদ আহমেদ,হারুনূর রসিদ জুয়েল,আনোয়ার হোসেন,বদরুজ্জমান,তোফায়েল আহমেদ,জাহেদুল হক শুয়েব,আবু মাসুদ,রেজাউল হক রুবেল,জাকারিয়া হেলন, মো:মাহফুজুর রহমান মাছুম, জাহাঙ্গীর আলম শিমু, আবদুল্লাহ আল মুমিন, আবু শামিম, মকবুল আহমেদ, হিরন, মাহবুব, শাহিন, রুহেল আহমেদ, আমিন , শোয়েদ আহমেদ,এমরাম, আনছার, ইকবাল, নাইম, জুয়েল,লোকমান,মাহদি, জাহেদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর পিতার স্বপ্ন পূরণে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

]]>
https://www.akashbangla.com/archives/1796/feed 0
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন https://www.akashbangla.com/archives/1630 https://www.akashbangla.com/archives/1630#respond Wed, 09 Apr 2025 10:55:04 +0000 https://www.akashbangla.com/?p=1630 ‘ইসরায়েলের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রদান করুন’

স্বাধীন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিক, নারী ও শিশু সহ গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাব।

বুধবার সকালে সিলেট নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে (সাবেক কোর্ট পয়েন্ট) সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনটিতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, দৈনিক দিনকাল এর ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, বার্তা বাজার এর সিলেট প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি ডিএইচ মান্না, বিজনেস বাংলাদেশ এর সিলেট প্রতিনিধি রেজাউল করুম সোহেল।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল একটি অবৈধ ও বর্বর জাতি। তাদেরকে মধ্যপ্রচ্যের ক্যান্সার বলা হয়। তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের উপর বর্বর হামলা চালিয়ে গণহত্যা করছে। তাদের গণহত্যা থেকে সাংবাদিক, নারী ও শিশুরাও বাদ যাচ্ছে না। আমাদের স্বাধীনতার পর থেকে ইসরায়েলের সাথে কোন কুটনৈতিক সম্পর্ক ছিলনা, এমনকি আমাদের পাসপোর্টেও ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বিগত সরকারের সময়ে পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের পণ্য আমাদের বাজারে সহজে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে, যা খুবই বেদনাদায়ক। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসরায়েলের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রদান করার জন্য জোর দাবি জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ক্লাব সদস্য মো. আলমগীর আলম, আবু জাবের, মো. নুরুল ইসলাম, শিপন চন্দ্র জয়, উৎফল বড়ুয়া, আমির উদ্দিন, সোহেল মিয়া, রুবেল মিয়া, দৈনিক আলোকিত সিলেট এর স্টাফ রিপোর্টার মাহফুজ কাওছার সাদি, আইওন টিভির স্টাফ রিপোর্টার ওলিউর রহমান তামিম, নিরাপদ নিউজের মহানগর প্রতিনিধি রাজিব ঘোষ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার তারেক চৌধুরী রাহেল, আমার সিলেটের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন প্রমূখ।

]]>
https://www.akashbangla.com/archives/1630/feed 0
গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল https://www.akashbangla.com/archives/1627 https://www.akashbangla.com/archives/1627#respond Tue, 08 Apr 2025 18:00:15 +0000 https://www.akashbangla.com/?p=1627
গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির সিলেট মহানগর। গত মঙ্গলবার (৮ এপ্রির ২০২৫) ইসলামী ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
বিক্ষোভ মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গাজায় গণহত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদ বলেছেন, ‘মুসলমানদের ওপর গণহত্যায় নিরব-নিশ্চুপ থাকে এমন জাতিসঙ্ঘ কিংবা ওআইসি’র কোনো প্রয়োজন নেই।’

]]>
https://www.akashbangla.com/archives/1627/feed 0
ফিলিস্তিনের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে : মুফতি আলী হায়দার https://www.akashbangla.com/archives/1607 https://www.akashbangla.com/archives/1607#respond Tue, 08 Apr 2025 04:55:44 +0000 https://www.akashbangla.com/?p=1607 সিলেটস্থ সুনামগঞ্জবাসীর ঈদ পুনর্মিলনী সম্পন্ন

ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার বলেছেন, ফিলিস্তিনের মযলুমদের কথা ভাবলে আমাদের সকল আনন্দ ম্লান হয়ে যায়। এবারের ঈদের আনন্দ তাদের কথা চিন্তা করে সত্যিই উপভোগ করা যায় নি। ফিলিস্তিনের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তিনি ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নত করা, ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে নিবেদিত থাকা, সুখ সমৃদ্ধি সর্বত্র ছড়িয়ে দিতে, মানুষের দু:খ কষ্ট লাঘবে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি সোমবার সন্ধ্যায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা মিলনায়তনে সিলেটস্থ সুনামগঞ্জবাসী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে ঈদ অভিজ্ঞতা, শিক্ষা ও অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আ স ম আলা উদ্দীন, এডভোকেট রেজাউল করীম, এডভোকেট দিলোয়ার হোসেন শামীম, এডভোকেট ইয়াসীন খান, মাওলানা শাহ মাহমুদুল হক, আক্কাস আলী, রেজাউল ইসলাম, এমদাদুল হক সাঈদ, দিলশাদ মিয়া, ইঞ্জিনিয়ার জাফর আলী, ইঞ্জিনিয়ার লায়েক আহমদ, ব্যাংক কর্মকর্তা হারুনুর রশীদ, আবু সাঈদ, সাইদুল ইসলাম, আলিমুর রহমান, আলমগীর হোসাইন, আলা উদ্দীন মানিক, লোকমান আকন্দ, সৈয়দ আব্দুল ওয়াদুদ ও মাঈনুদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলীদের বর্বর হামলা কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত হেনেছে। তারা মানবাধিকারকে তোয়াক্কা না করে গাজা ও রাফা শহরকে বোমা মেরে মাঠির সাথে মিশিয়ে দিচ্ছে। বোমার আঘাতে মযলুমদের ছিন্নভিন্ন দেহ আকাশে উড়ছে। যা দেখে স্বাভাবিক থাকা যায় না। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে ও ইসরাইলের বিরুদ্ধে রুখে দিতে হবে। সবধরণের ইসরাইলী পণ্যকে বয়কট করা সময়ের দাবী।

শুরুতে কুরআন তিলাওয়াত করেন খোরশেদ আলম, ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী এমদাদুল ইসলাম ইমরান, আবু নাঈম বদরুদ্দোজা এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিলেটস্থ সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

]]>
https://www.akashbangla.com/archives/1607/feed 0
গাজায় গণহত্যার প্রতিবাদ : নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন https://www.akashbangla.com/archives/1604 https://www.akashbangla.com/archives/1604#respond Mon, 07 Apr 2025 12:11:30 +0000 https://www.akashbangla.com/?p=1604  

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে চলা আন্দোলনের ঢেউ লেগেছে বাংলাদেশেও। সোমবার (৭ এপ্রিল) ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি জানিয়ে কোনো পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেই ক্লাস হয়নি। অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কাজ বন্ধ রাখা হয়। সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশ বিক্ষোভ ও সমাবেশে উত্তাল হয়ে ওঠে।

আপামর জনসাধারণ রাস্তায় নামলেও শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ ছিল চোখে পড়ার মতো। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেমন প্রতিবাদমুখর ছিল, তেমনই রাস্তায় সরব ছিলেন ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, কানাডিয়ান, নর্থ সাউথসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও। রাজপথে প্রতিবাদে ফেটে পড়েন মেডিকেল, মাদরাসা, স্কুল, কলেজপড়ুয়ারাও।

নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন

উত্তাল ঢাবি, রাজু ভাস্কর্যে সমাবেশ

গাজায় গণহত্যার প্রতিবাদ ও হামলা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে উত্তাল হয়ে ওঠে। সকাল থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন। কেউ রাজু ভাস্কর্যে আবার কেউবা টিএসসি এলাকায় গিয়ে সমাবেশ করেন।

তবে রাজু ভাস্কর্যে বড় সমাবেশ হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন

ঢাকাজুড়ে সরব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে ঢাকার রাজপথে সবচেয়ে বেশি সরব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে তারা রাজপথে নেমে আসেন। সকাল ১০টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে তারা মধ্য বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায় সড়কে বিক্ষোভ মিছিল করেন।

প্রায় একই সময়ে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে তারা রামপুরা ব্রিজসহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এছাড়া একই এলাকায় আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।

বেলা ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মকর্তারা।

নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন

আইইউবির শিক্ষার্থী আজমাইন নাফিস বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলের সব পণ্য বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ

গাজায় ইসরায়েলের দখলদারত্ব ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। তাদের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সোমবার সমাবেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনও। একই সঙ্গে এদিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়।

জাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। ফলে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবিতে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এছাড়া বিভিন্ন ছাত্র ও পেশাজীবী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন

স্বাধীন ফিলিস্তিনের দাবি, বুয়েটে মানববন্ধন

ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। তারা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি দাবি জানান।

সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন। এসময় তারা ‘শেম শেম জায়নিস্ট, মেক ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’; ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ স্লোগান দেন।

নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন

মেডিকেল শিক্ষার্থী-ইন্টার্ন চিকিৎসদের বিক্ষোভ

ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। অ্যাপ্রন পরে চিকিৎসকদের এ মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রম দ্য রিভার টু দ্য সি’; ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেন।

সায়েন্সল্যাব মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা ১১টার দিকে ‘বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি করা হয়। এ বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পথচারীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।

নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন

মার্কিন দূতাবাসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এসব মিছিল শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

দুপুরে রাজধানীর বারিধারা এলাকায় মার্কিন দূতাবাসের উল্টোদিকের পদচারী সেতুর সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনালে ইউনিভার্সটির (ইউআইইউ) একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। তারা গাজায় ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ জানান। বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের হাদী চত্বরে কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। ‘মার্চ ফর প্যালেস্টাইন’ ব্যানারে কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এছাড়া নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচিতে সংহতি জানিয়ে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে সর্বদলীয় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন

বেরোবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ-সমাবেশ

গাজায় হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার হারুন অর রশীদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এদিন বিশ্ববিদ্যালয়টিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের স্লোগানে মুখর বায়তুল মোকাররম এলাকা

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী ধর্মঘটের সমর্থনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমবেত হন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ডাকে বিক্ষোভ সমাবেশ হয়। তারা ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখর করে তোলেন মসজিদের উত্তর পাদদেশ।

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আপামর জনতা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বেলা ১১টার দিকে নগরীর চাষাঢ়া গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে অবস্থান নিয়ে তারা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

চাঁদপুরে স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্কুল শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন।

নো ওয়ার্ক নো স্কুল, বিক্ষোভ-সমাবেশে উত্তাল শিক্ষাঙ্গন

সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

নওগাঁয় বিক্ষোভ-সমাবেশ

সরকারি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে।

কুমিল্লা-নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নগরীর কান্দিরপাড় এলাকায় স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরাসহ নানান শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে মাইজদীর প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করেন তারা।

]]>
https://www.akashbangla.com/archives/1604/feed 0
ইউনূস-মোদীর ৪০ মিনিটের বৈঠক https://www.akashbangla.com/archives/1574 https://www.akashbangla.com/archives/1574#respond Fri, 04 Apr 2025 14:00:15 +0000 https://www.akashbangla.com/?p=1574  

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আজ (শুক্রবার) ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গত এক দশকে এ দুই নেতার মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠকটি ৪০ মিনিট স্থায়ী হয়। দুই দেশের এ দুই গুরুত্বপূর্ণ নেতা পারস্পরিক শ্রদ্ধা ও খোলামেলা আলোচনার মনোভাব নিয়ে একে অপরকে অভ্যর্থনা জানান। বৈঠকটি খোলামেলা, ফলপ্রসূ ও গঠনমূলক ছিল বলে তিনি জানান।

বৈঠকের বরাত দিয়ে শফিকুল আলম জানান, বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। আমাদের বন্ধুত্বের শিকড় ইতিহাস, ভৌগোলিক সান্নিধ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে গভীরভাবে প্রোথিত। ১৯৭১ সালের আমাদের সবচেয়ে কঠিন সময়ে ভারতের সরকার ও জনগণের অটুট সহায়তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।

যদিও এটি দুই শীর্ষ নেতার মধ্যে প্রথম সরাসরি বৈঠক, অধ্যাপক ইউনূস বলেন, গত আট মাসে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক যোগাযোগ হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই আমাদের দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে নিয়ে যেতে, আপনার সঙ্গে একসাথে কাজ করতে।

বিমসটেক-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূস সংগঠনের সাত সদস্য দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের সমর্থন কামনা করেন।

তিনি গঙ্গা পানি চুক্তি নবায়ন ও তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসকে বিমসটেক-এর নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমাদের সম্পর্কের ইতিহাস বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক খ্যাতির কথা স্মরণ করে বলেন, ভারত সর্বদা একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করবে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয়, আমাদের সম্পর্ক মানুষে-মানুষে।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত সরকারের কাছে যে আবেদন রয়েছে, তার অগ্রগতির খোঁজ নেন।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত সরকারের আতিথেয়তা গ্রহণ করে বিভিন্ন মিডিয়াতে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি বলেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন। আমরা আশা করি ভারত সরকার তাকে এমন মন্তব্য থেকে বিরত রাখার যথাযথ ব্যবস্থা নেবে।

অধ্যাপক ইউনূস জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের (ওএইচসিএইচআর) একটি অনুসন্ধান প্রতিবেদনের কথা উল্লেখ করেন, যাতে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন, যাদের মধ্যে প্রায় ১৩ শতাংশ শিশু। প্রতিবেদনে এও বলা হয়, প্রতিবাদ দমন করতে হত্যা, নির্যাতন ও অমানবিক আচরণের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে যথেষ্ট ভিত্তি রয়েছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সেই সময়কার প্রধানমন্ত্রী নিজে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের হত্যা ও তাদের লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন।

শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী মোদী তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেন। তিনি বলেন, ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা দলের সঙ্গে নয়, একটি দেশের সঙ্গে।

অধ্যাপক ইউনূস সীমান্ত হত্যা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের ঘটনা বন্ধে যৌথভাবে কাজ করা হলে তা শুধু অনেক পরিবারকে কষ্ট থেকে রক্ষা করবে না, বরং দুই দেশের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি বলেন, প্রতিবার সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড ঘটলে আমার মন কাঁদে, এবং ভারতকে অনুরোধ করেন এসব বন্ধে কার্যকর উপায় খুঁজে বের করতে।

প্রধানমন্ত্রী মোদী জানান, ভারতীয় সীমান্তরক্ষীরা কেবল আত্মরক্ষার্থেই গুলি চালায় এবং প্রাণহানির ঘটনাগুলো ভারতের ভূখণ্ডেই ঘটে। উভয় নেতা এ বিষয়ে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

বিমসটেক-এর চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে, তার নেতৃত্বে এই সংস্থাটি আরও কার্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে এবং বিশ্ব বাণিজ্যের সঙ্গে সংযুক্ত হতে সদস্য দেশগুলোর জন্য একটি কার্যকর রপ্তানি-আমদানি রুট হিসেবে বিমসটেক গড়ে উঠবে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর উদ্বেগের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, এসব রিপোর্ট অতিরঞ্জিত এবং অধিকাংশই মিথ্যা।

তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে নিজেরাই তদন্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, ধর্মীয় ও লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিটি ঘটনার উপর একটি কার্যকর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে এবং সরকার দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।

দুই নেতা একে অপরের সুস্বাস্থ্য কামনা করেন এবং দুই দেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ।

]]>
https://www.akashbangla.com/archives/1574/feed 0