১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:১৮
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষায় আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের সাফল্য এক যুগে পদার্পণ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যায় ও কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে – মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন অনুষ্ঠিত ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগরীর নতুন কমিটি অনুমোদন ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ নিয়ে জটিলতার সৃষ্টি দোয়ারাবাজারে গৃহবধূ রোকসানা হত্যা : ঘাতক জসিমের ফাঁসির দাবিতে মানববন্ধন পূর্ব পাগলা ইউপি জামায়াতের বায়তুলমাল পক্ষের প্রস্তুতি বৈঠক সম্পন্ন সিলেটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

কৃষ্ণনগরে আশা শিক্ষা কর্মসূচি’র অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাইলটিং কর্মসূচির পাঠদান কেন্দ্র কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদেরকে নিয়ে ‘অভিভাবক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক জনাব মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ রইসুজ্জামান এর সঞ্চালনায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

আশা শিক্ষা কর্মসূচিতে অধ্যয়নরত প্রায় ৯০ জন শিক্ষার্থীর অভিভাবকদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং আশা শিক্ষা কর্মসূচি নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন৷ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও প্রত্যাশা পূরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করা হয়৷ তাছাড়া মাসিক মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলধারী ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ৯ জন শিক্ষার্থী মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়৷

উক্ত অভিভাবক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আশা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম প্রধান, আশা রিজিওনাল ম্যানেজার দিপক চন্দ্র সরকার, সিলেট বিভাগীয় এডুকেশন অফিসার মোঃ হাবিবুর রহমান, আশা মঙ্গলকাটা ব্রাঞ্চের সিবিএম অরুণ কুমার দেব, বিদ্যালয়ের প্রক্তন সভাপতি ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলি রাণী দাস, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম, শারিরীক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মোঃ আতিকুল, ধর্ম শিক্ষা বিষয়ের শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক আব্দুল্লাহীল ক্বাফী, শিক্ষক জনাব গোলাম মোস্তফা, আশা শিক্ষা কর্মসূচির সুপারভাইজার মোঃ আব্দুল হক, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা বেগম, অভিভাবক মোঃ বাচ্চু মিয়া, সাবিনা আক্তার, আবু তাহের প্রমুখসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকগণ৷

এর আগে পবিত্র গ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়৷ প্রথমেই স্কুলের পক্ষ থেকে আগত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়৷ এরপর আশা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্বাগত বক্তব্যের পরপরই বিগত মাসিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে আশা’র পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়৷

অতঃপর অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন৷ অতিথি এবং অভিভাবকদের আলোচনায় আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং আগামী শিক্ষাবিষয়ক ভাবনা ও সার্বিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়৷ আলোচনা অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয়ের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়৷

উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা সমগ্র দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত আশা শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান- কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট একশত জন শিক্ষার্থীকে পাঠদান করানো হয়৷ তাছাড়া জেলার ৯টি ব্রাঞ্চের আওতায় প্রাথমিক শিক্ষা ত্বরান্বিত করতে ১৩৫টি শিক্ষাকেন্দ্রে মোট ৪৫৮৯ জন শিক্ষার্থীকে পাঠদান করানো হয়৷

#প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo