বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখাধীন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল গত ১৩ মার্চ-২০২৫, ১২ রমজান, বৃহস্পতিবার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সেক্রেটারি সালমান আহমদের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক হাম্মাদ মামনুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগর ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি খালেদ আহমদ, ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার সভাপতি ইশমাম আহমদ, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা সেক্রেটারি হাফিজ আজমল হক, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা সহ সভাপতি হাসান আহমদ চৌধুরী, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন।
এছাড়াও জৈন্তাপুর উপজেলার বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্র শিবির, ছাত্র জমিয়ত, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও ছাত্র অধিকারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি