১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:০৪
সংবাদ শিরোনাম
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ৫ ভবিষ্যদ্বাণী ইন্তেকাল করেছেন রাষ্ট্রদূত মুশফিকের বাবা শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন লালাবাজারে জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রমের উদ্বোধন কৃষি জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার : অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন সিলেটে কবি মুকুল চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ ফেইসবুক পোস্ট : বিশিষ্টজনের কাছে ঔপন্যাসিক সিরাজুল হক

সিলেটে বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার প্রদান সম্পন্ন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

অদম্য নারী কার্যক্রমের মাধ্যমে নারীর সম্মান বৃদ্ধিতে কাজ করছে সরকার
—— মহাপরিচালক কেয়া খান

মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান বলেছেন, অদম্য নারী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নারী সমাজের সম্মান বৃদ্ধিতে কাজ করছে সরকার। মা ও নারী জাতির অবদান কখনো ভুলার নয়। তাদের কারণেই আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। নারী পুরুষের মধ্যে বৈষম্য না রেখে দেশকে এগিয়ে নিতে হবে। নারী ক্ষমতায়ন ও নারীদের স্বাবলম্বী করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সেই সকল সুবিধাগুলো গ্রহণ করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, নারী নির্যাতন, বাল্য বিবাহ বন্ধ করে নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে নিতে মহিলা বিষয়ক অধিদপ্তর তৃণমূলের সংগ্রামী নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতিবছর জীবনযুদ্ধে জয়ী নারীদের স্বীকৃতি প্রদানের জন্য ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশের সকল ক্ষেত্রে দক্ষতার সাথে নারীরা এগিয়ে যাচ্ছেন। তিনি নারী-পুরুষকে সম্মিলিত ভাবে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।

কেয়া খান গতকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকল্পা একাডেমি মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট আয়োজিত সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘অদম্য নারী পুরস্কার-২০২৪’ এর সম্মানানা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আজিজজুল ইসলাম, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আশিক উদ্দিন, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান।

স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার অদম্য নারী পুরস্কার কার্যক্রমের কর্মসূচি পরিচালক ও অতিরিক্ত পরিচালক (উপসচিব) মোঃ মনির হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলয়ের এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস্ ফ্যাসিলিটেটর প্রিয়াংকা দাস রায় ও বিশিষ্ট বাচিক শিল্পী নামজা পারভীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫টি ক্যাটাগরিতে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী যথাক্রমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সিলেটের আম্বিয়া খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সিলেটে হালিমা বেগম, সফল জননী সুনামগঞ্জের মাজেদা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করেছেন যে নারী সুনামগঞ্জের মোছাঃ রেহেনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সিলেট নগরীর শেখ রওশন আরা নিপা-কে সম্মাননা ক্রেস্ট, চেক ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অদম্য নারী তোমরাই বাংলাদেশের বাতিঘর শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন, গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি।

এছাড়াও সিলেট বিভাগীয় পর্যায়ে রানার্সআপ অদন্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হবিগঞ্জের লাকী রাণী শীল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হবিগঞ্জের খালেদা বেগম, সফল জননী সিলেটের মোছাম্মত নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করেছেন যে নারী হবিগঞ্জের মোছাঃ হামিদা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মৌলভীবাজারের রুসনা বেগম-কে চেক ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo