জীবন বোধ
দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চেীধুরী
দেখেও দেখিনা
বুঝেও বুঝিনা
শুনেও শুনিনা
ভাবেও ভাবিনা
বলেও বলিনা
কি যে করি আমি
দিক-বিদিগে চেয়ে থাকি
কখন বলি কথা
প্রেমে মাঝে ডুবে আছি
আবেগ নিয়ে ভাবি
বিবেক দিয়ে বলতে হবে
জীবন বোধের কথা ।
শেষ হইয়া হয়না শেষ
জীবন মৃত্যুর পারে
এই আমাদের জীবন চলা
কখন হবে শেষ।