বাংলা সাহিত্যের অন্য্যতম শক্তিমান কবি, সাহিত্য বোদ্ধা, সিলেটের সাহিত্য অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব কবি মুকুল চৌধুরী’ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ এর নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু বলেন, কবি মুকুল চৌধুরী ছিলেন আশির দশকের অন্যতম শক্তিমান কবি। তার মৃত্যু সংবাদ সিলেটের সাহিত্য অঙ্গনের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
কবি ছিলেন একজন স্বজ্জনব্যক্তি, সাহিত্য অনুরাগী এবং আল্লাহ ভীরু মানুষ, তাঁর মৃত্যু সিলেটের সাহিত্য অঙ্গনের জন্য অপূরনীয় ক্ষতি। কবি মুকুল চৌধুরী নিজের অনবদ্য সৃষ্টির মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন অনাদিকাল।
বহুগ্রন্থ প্রণেতা একজন প্রখ্যাত সাহিত্যিকের মৃত্যুতে আলোর অন্বেষণ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।