সদ্য প্রয়াত আশির দশকের শক্তিমান কবি মুকুল চৌধুরী ও প্রথিতযশা ঔপন্যাসিক সিরাজুল হক’র জীবন ও কর্ম নিয়ে স্মরণসভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ।
শনিবার সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে স্মরণ সভা অনুষ্টিত হয়।
আলোর অন্বেষণ’র সভাপতি সাজন আহমদ সাজু’র সভাপতিত্ব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় তেল বিপনন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির পরিচালক কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী,সিলেট লেখক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল করিম হায়াত,সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোয়াজ আফসার, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল,গাঙচিল সাহিত্য পরিষদের সভাপতি কবি জগলুল হক,কবি সুফিয়া জমির ডেইজি,কবি মাহফুজ জোহা।
আলোর অন্বেষণ সহ সভাপতি নাহিদ আহমদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কবি আমিনা শহীদ মান্না,কবি মকসুদ আহমদ লাল,কবি ও সংগঠক রিপন মিয়া,কবি সাজ্জাদ আহমদ সাজু,জসিম বুক হাউজের প্রকাশক জসিম উদ্দিন,আলোর অন্বেষণ’র সহ সভাপতি সাইদ মাহমুদ ওয়াদুদ, সদ্য সাবেক সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমন,প্রচার সম্পাদক আল আমিন হোসেন,ধর্ম সম্পাদক হাসান আহমদ সানি,গীতিকার কুবাদ বখত রুবেল,ফাতেহা বেগম,ইমন আহমদ,রেজুয়ান আহমদ,সোহেল খান প্রমুখ।
স্মরণ সভায় প্রয়াত কবি মুকুল চৌধুরী ও ঔপন্যাসিক সিরাজুল হক’র স্মৃতি চারণ করতে গিয়ে আলোচকরা বলেন আমরা খুব অল্প দিনের ব্যবধানে সিলেটের সাহিত্য অঙ্গনের দুই পরিচিত মুখকে হারিয়েছে, তাদের এই অকাল প্রয়াণ সাহিত্যের জন্য অপূরনীয় ক্ষতি।
সমাজের গুণিজন লেখক-সাহিত্যিকদের স্মরণ করে তাদের কর্মের মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব,কবি মুকুল চৌধুরী ও ঔপন্যাসিক সিরাজুল হক’র অপ্রকাশিত লেখাগুলো পুস্তক আকারে সংরক্ষণ করে রাখতে আমরা সকলে কাজ করা করা উচিৎ।
একজন লেখক তার লেখনীর মাধ্যমে মানুষের মাঝে অনাদিকাল বেঁচে থাকতে পারেন।
সাহিত্যের জন্য নিরন্তর কাজ করে যাওয়া প্রয়াত দুই গুণিজনের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।