ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে সামাজিক সংগঠন যুব ও সমাজ কল্যান সংস্থার (২০২৫-২০২৬) কার্যনির্বাহী নতুন পরিষদের অভিষেক অনুষ্ঠান আল জালাল ইসলামীয়া মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
১০ মে শনিবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আমিরুল হক বাবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াগাওঁ গনেশপুর মাদ্রাসার মোহতামীম মাওলানা আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, নোয়াগাওঁ গনেশপুর মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা ইমাম উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান, সাবেক মেম্বার হাজী আশিদ আলী ও বিশিষ্ট মুরব্বি হাজী কফিল উদ্দিন সংগঠনের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, হাজী সুনু মিয়া, নতুন পরিষদের সভাপতি মাওলানা আকিক হোসেন, ধর্ম সম্পাদক মাওলানা জহির আহমদ, সাবেক সেক্রেটারী মুরাদ আহমদ,সাংবাদিক সাকির আমিন। এসময় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রধান অতিথি নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাজার জামে মসজিদের ইমাম হাফিজ শামসুল ইসলাম।