১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৫
সংবাদ শিরোনাম
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ৫ ভবিষ্যদ্বাণী ইন্তেকাল করেছেন রাষ্ট্রদূত মুশফিকের বাবা শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন লালাবাজারে জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রমের উদ্বোধন কৃষি জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার : অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন সিলেটে কবি মুকুল চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ ফেইসবুক পোস্ট : বিশিষ্টজনের কাছে ঔপন্যাসিক সিরাজুল হক

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন করেছেন হারুনুর রশিদ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার পঠিত

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় ও সিলেটের স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে ‘গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মামলায় শিক্ষক সালেহ ও ব্যবসায়ী শামীমের গ্রেফতারে মানববন্ধন অনুষ্ঠিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন করেছেন বিএনপির ৬নং ফতেহপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

রবিবার এক প্রতিবাদলিপিতে তিনি বলেন- “প্রকাশিত সংবাদের ৬নম্বর প্যারার শুরুতে- ‘বিএনপির ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ মামলা দিয়েছেন। বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ না থাকলেও তিনি বিএনপির নাম ব্যবহার করে মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।’ এ কথার সাথে আমি সম্পূর্ণ ভিন্নমত পোষণ করছি।”

তিনি বলেন- ‘ওই সংবাদে আমাকে জড়িয়ে যেসব মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও তঞ্চকতাপূর্ণ বক্তব্য প্রকাশ করা হয়েছে। সেসবের সাথে আমার কোনোরূপ সম্পৃক্ততা নেই। আমার ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে কাউকে মামলার আসামি করার জন্য কোনো মহলে তদবির বা লবিং করিনি। এমন কোনো প্রমাণও কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এককথায় ৫ আগস্টের পর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হচ্ছে, সেসব কোনো মামলার সাথেই আমার কোনো হাত নেই।’

হারুনুর রশিদ বলেন- ‘রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদ ও তার ভাই ফতেপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ কখনও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না মর্মে সংবাদে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পক্ষে শিক্ষক সালেহ আহমদ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তিনি ৬নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ ফতেহপুর ইউনিয়ন শাখা কর্তৃক প্রকাশিত ২০১০ সালের একটি স্মারকে তার ছবিযুক্ত নাম-পদবি উল্লেখ আছে। সেইসাথে ব্যবসায়ী শামীম আহমদও ফ্যাসিবাদের সহযোগী সংগঠন বাংলাদেশ নবীণ লীগের সাথে সম্পৃক্ত এবং তিনি গোয়াইনঘাট উপজেলা নবীণ লীগের সভাপতি। এমনকি সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে একাধিক অনুষ্ঠানে তারা দলীয় পরিচয়ে উপস্থিত ছিলেন, এমন ছবিও প্রমাণ রয়েছে।’

এমতাবস্থায় গত ১ অক্টোবর ২০২৪ সালে সিলেট কোতোয়ালী থানায় দায়েরকৃত (জিআর-৪/৪৪৩) মামলায় ছাত্রলীগ নেতা সালেহ আহমদ ও নবীণ লীগ নেতা শামীম আহমদ আসামি হওয়াটা অমূলক নয়।

অথচ, একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার হীন মানসে আমার নাম জড়িয়ে এমন মিথ্যা, বিভ্রান্তিকর ও কল্পকাহিনীযুক্ত তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo