বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এসএসসি কুইজ/ দাখিল পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা-২০২৫” এর বর্ণাঢ্য আয়োজন ১০ মে শনিবার দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় চন্ডিপুলস্ত প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ছাত্র ছরফ উদ্দিন আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ইট ভাটা মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল আহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য্য, সিলাম পি.এল. উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মকছুদুল করিম নুহেল, বদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম।
অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন রিয়েটিভ টিচিং একাডেমীর পরিচালক সাইদ আহমদ আলাল, আনিকা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী শেখ সজ্জাদ আলী, আবির ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ এবং মেগা কম্পিউটার ও স্টেশনারীর স্বত্বাধিকারী মোঃ নাজিম উদ্দিন, বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মোছাঃ খাদিজা বেগম, বিভাগীয় প্রধান মোঃ মাসুম আহমদ, সহকারী পরিচালক ফারিহা তাসলিম তমা, মনির’স ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের পরিচালক মনিররুজ্জামান মনিরসহ অন্যান্য কর্মকর্তাগণ। উপস্তিত ছিলেন কবির, জান্নাত ফাতেমা, নাফিছা, সাগর, লাহিন প্রমুখ।
শেষে কুইজ প্রতিযোগিতার ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী হন সিলাম পি.এল. উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানজিনা বেগম চৌধুরী এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী হন একই বিদ্যালয়ের ছাত্রী ফারজানা আক্তার নাইমা ধারাবাহিকভাবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সর্বমোট ১১টি পুরস্কার বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি