গতকাল ৪ঠা মে ২০২৫ইং রবিবার যুক্তরাষ্ট্রে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন (এম এ খাঁনের)সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি ডা.জোবায়দা রহমান এবং শাহিন খাঁনম বিন্দুর প্রিয় মাতা রোগাক্রান্ত সৈয়দা ইকবাল মান্দ বানুর সুস্হতা প্রার্থনায় নিউইয়র্কের ব্রন্কসের বাংলা বাজার মসজিদে মাগরিবের নামাজর পর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান এবং শর্মিলা রহমানের দেশে নিরাপদ যাত্রা ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করা হয়। উক্ত অনুষ্ঠানে মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁনের পরিবারের স্বজনরা সহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিলু, স্হানীয় বিএনপি’র নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি ইমন খাঁন ফয়ছল এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম (আলমগীর) উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশা মওদূদ,আব্দুল আহাদ হেলাল,শরীফুল খালিসদার,সুয়েব আহমদ, সামুন মাহমুদ, অপু সিং, শাহ কামাল, ফখরুল ইসলাম, মো আলী মিলন, মাহবুব আহমেদ চৌধুরী, সাইদ আহমদ, জুয়েল আহমদ, লিটন আহমদ, বিলাল ইসলাম, তাহের আহমদ সহ প্রমুখ।